ঢাকা সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


৮ দিন ঘুরে রোগীর রক্ত সংগ্রহের অনুমতি পেল গণস্বাস্থ্য


২২ এপ্রিল ২০২০ ২৩:৫৭

আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা রোগীর রক্ত নেয়ার অনুমোদনের চিঠি পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। চুড়ান্ত টেস্টের পর ২৫ এপ্রিল সরকারের বিভিন্ন সরকারি সংস্থার কাছে নমুনা কিট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ ৮ দিন ধরে রোজ সকাল-বিকেল কইরা যাইতেছি, রক্ত দেয়নি। পরে প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ করেছি। একটা গবেষণা করতে হলে তো রোগীর পায়খানা, প্রস্রাব, রক্ত লাগে। এই প্রথম এত বড় গবেষণা বাংলাদেশে হচ্ছে। করোনা আক্রান্ত রোগীর রক্ত দেবেন না, এটা তো হয় না।