রাজধানীতে ত্রাণ না পেয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ

করোনা ভাইরাসের কারণে সারাদেশে চলছে সাধারণ ছুটি। এতে করে চরম আর্থিক সঙ্কটে পড়েছে খেটে খাওয়া মানুষ। সাধারণ ছুটির পরে রাজধানী ছেড়েছেন বেশিরভাগ মানুষ। এরপরেও কিছু রয়ে গেছে। বাড়ি ভাড়া থেকে শুরু করে দৈনন্দিন খরচের টাকা যোগাতে হিমশিম খাচ্ছে তারা। এ পর্যন্ত তাদের কাছে কেউ ত্রাণ নিয়ে আসেনি বলে দাবি করছেন এসব মানুষ।
রাজধানীর হাজারীবাগের বালুরমাঠ এলাকায় প্রায় ২ হাজার মানুষের বসবাস। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বেঁড়িবাধের রাস্তা বন্ধ করে এলাকাবাসী বিক্ষোভ করে। এসময় রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবি খুব দ্রুত তাদেরকে ত্রাণ সামগ্রী দেয়া হোক।