ঢাকা সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২


রাতে সৌদি থেকে ফিরছেন ৩৬৬ বাংলাদেশি


১৬ এপ্রিল ২০২০ ০৩:০৫

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকে পড়া ১৩২ জন ওমরাহ হজ যাত্রী ও অবৈধ ২৩৪ জন বাংলাদেশি দেশে ফিরছেন। বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। এদের মধ্যে অবৈধ হয়ে যাওয়া ৩২ জন মহিলা কর্মীও রয়েছেন।

সৌদি দূতাবাস সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল এই ৩৬৬ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি।