ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


নুর-রাব্বানীর হাস্যোজ্জ্বল আলিঙ্গনের ছবি ভাইরাল


১০ ডিসেম্বর ২০১৯ ০৯:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নূর ও ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর মধ্যে সুসম্পর্ক আছে বলে কখনো শোনা যায় নি। গোলাম রব্বানী ছাত্রলীগ থেকে পদত্যাগ করার পর তার বিরুদ্ধে উচ্চকন্ঠ ছিলেন নূর। আবার দুইদিন আগেই নূরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গোলাম রব্বানী। তবে রবিবার (৮ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে দেখা গেল নূর ও রব্বানী পরস্পরকে আলিঙ্গন করে হাসছেন।

এর আগে, নুরুল হক নুরের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগে ভিপি পদ থেকে তাকে পদত্যাগের আহবান জানান গোলাম রাব্বানী। এর জবাবে ভিপি নুরুল হক নুর জানান, ‘ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়ে ডাকসু জিএস লজ্জায় এতদিন ডাকসুতে আসেননি। রাতের অন্ধকারে দু-একদিন এসেছেন। আজ এসেছেন। তারা ভেবেছে ভিপিকে ঠেকাতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্রলীগের মধ্যে তো বিভেদ রাখা যাবে না। তখন তারা ঘর থেকে জিএসকেও নিয়ে এসে সংবাদ সম্মেলন করেছে। ছাত্রলীগের মিথ্যা অভিযোগে আমি পদত্যাগ করবো না।’