ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২


জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া কমিটি অবৈধ; মন্তব্য আকবর হোসেন


৪ ডিসেম্বর ২০১৯ ০০:০১

ছবি সংগৃহীত

জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটি দীর্ঘদিন যাবত সন্মানের সহিত এই কমিটি পরিচালনা করে আসছেন। বর্তমান জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সুযোগ্য সভাপতি আকবর হোসেন মৃধা। গত জাতীয় সংসদ নির্বাচনে ছিল যার নিরলস পরিশ্রম।। এই দলকে সুসংগঠিত ও যুগোপযোগী করে তুলেছেন তরুণ প্রজন্মের এই নেতা কিন্তু বর্তমানে আশুলিয়া জাতীয় শ্রমিক লীগে অশনিসংকেত, ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের ভারচুয়াল নেতাদের খামখেয়ালি কার্যক্রমে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের ভ্রাতুষপ্রতীম সংগঠন। জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটি সুনামের সহিত কার্যক্রম পরিচালনা করছেন। যার প্রতিষ্ঠতা সভাপতি জনাব আকবর হোসেন মৃধা। তিনি বলেন হঠাৎ করে একটি স্বার্থ লোভী কতিপয় জামাত, বিএনপি, সর্মথিত কতিপয় অজ্ঞাতনামা লোকজন নিয়ে একটি অবৈধ কমিটি গঠন করছেন এই কমিটিতে যাকে যুগ্ম আহবায়ক করা হয়েছে সানাউল্লাহ (সানি) তিনি একজন সাবেক ছাত্রদলের নেতা হিসাবে এলাকায় পরিচিত। তার বড় ভাই আহসানউল্লাহ ইয়ারপুর ইউনিয়ন বি এনপি মুল দলের ১নঃ যুগ্ন সাধারণ সম্পাদক তার মামা ইসমাইল হোসেন বর্তমানে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এখন ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের নেতাদের কাছে জানতে চাই আপনারা যে জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানা কমিটি গঠন করছেন আপনারা কি জানেন এরা কারা ? কমিটি দেয়ার আগে আঞ্চলিক কমিটির সাথে পরামর্শ করা উচিৎ ছিল। আমাদের জানা মতে আশুলিয়া থানা কমিটি আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আশুলিয়া কমিটি দেয়ার কথা কিন্তু আমাদের না জানিয়ে ঢাকা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক কিভাবে কমিটি দিলেন? সংগঠনের নিয়ম অনুযায়ী এখতিয়ার আপনারা রাখেন কি? জামাত বিএনপি পরিবারের লোক নিয়ে কেন কমিটি দিলেন, আশুলিয়ার সচেতন নাগরিক তথা বঙ্গবন্ধুর আর্দশের রাজনৈতিক অঙ্গনের সকল নেতা কর্মী জানতে চায়। আশা করি খুব তাড়াতাড়ি জাতির কাছে ক্ষমা চেয়ে উক্ত কমিটি বিলুপ্ত করবেন বলে আশাবাদী বর্তমান জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা।