ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


এবার ধেয়ে আসছে ‘মহা’ ঘূর্ণিঝড়


২ নভেম্বর ২০১৯ ০৩:৫৮

ঘূর্ণিঝড় কিয়ারের পর এবার ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’। সতর্কতা বাড়াতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের লক্ষীদ্বীপে। এছাড়া কেরালা রাজ্যের কান্নুর, কোঝিকোড় ও কাসারগড়সহ বেশকিছু এলাকা জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকেই আরব সাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয় ‘মহা’। যার গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

ঘূণিঝড় মহা’র প্রভাবে পুনেসহ বেশকিছু শহরে বৃষ্টিপাত শুরু হয়েছে। আরো ৭২ ঘণ্টার মধ্যে ওইসব এলাকাসহ আরো বেশকিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তরর।

নতুনসময়/আইকে