ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫শত বাসাবাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


২৫ অক্টোবর ২০১৯ ১০:৩৮

ছবি সংগৃহীত

মোঃ রিপন মিয়া স্টাফ করেসপন্ডেন্ট: রাজধানীর অদূরে সাভার আআশুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর গৌরিপুর এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আনুমানিক ১৫ শত বাসা বাড়ীর’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয় এবং ২ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে নেয়া রাইজার এবং বিতরণ পাইপগুলিও খুলে জব্দ করা হয়। আশুলিয়া রাজস্ব জোন এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, আজ আশুলিয়ার গৌরিপুর এলাকায় সকাল থেকে শুরু হওয়া অভিযানে আমরা এই পর্যন্ত প্রায় ১৫ শত বাসা বাড়ীতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। এছাড়া এখানে শিল্প গ্রাহক ম্যাককন্স স্পিনিং মিলস লিমিটেড কারখানার গ্যাস সংযোগের প্রেসার সহ বৈধতা পরীক্ষা করা হয়েছে। অবৈধ সংযোগ গ্রহনকারী এবং তাদেরকে যারা সংযোগ প্রদান করেছে এসব বাড়ীর মালিকদের বিরুদ্ধে আমরা আইনী প্রক্রিয়ার ভিতরে যাবো বলেও জানান তিনি। অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজকে সকাল থেকে শুরু হওয়া অভিযানে আশুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর গৌরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। এসময় প্রায় ২ কিলোমিটার ব্যাপী অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত বিতরণ পাইপ তুলে জব্দ করেছি এবং প্রায় ১৫ শত বাসাবাড়ীতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। সরেজমিন ঘুরে অবৈধ গ্যাস সংযোগ গ্রহনকারীদের সাথে এই প্রতিবেদকের কথা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাড়ীওয়ালা জানান, হাবিব, হোল্ডিং নং ১৭৪, উত্তর গৌরিপুর এবং বশির এই দুইজন মূলত টাকার বিনিময়ে এসব অবৈধ সংযোগ প্রদান করে। এরা এক একটি অবৈধ সংযোগ প্রদানে ৫ হাজার টাকা এবং প্রতি মাসে ২ হাজার টাকা নিয়ে থেকে। তবে হাবিব এবং বশির এর সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় ওই অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায় নাই। এদিকে আশুলিয়ার কাঠগড়া হাইস্কুল রোডে আলেক ভিলায় অবৈধ সংযোগ গ্রহনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ির মালিক মোঃ আলেক খান কে বাংলাদেশ গ্যাস আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন। প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদ এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।