ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


ভোলার ভিডিও ফুটেজে এভিডেন্স পাওয়া যাচ্ছে : কাদের


২৫ অক্টোবর ২০১৯ ০৫:১৭

ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকের মেসেঞ্জারে একটি স্ক্রিনশটকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনার তদন্ত এগিয়ে চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ভিডিও ফুটেজ থেকে কিছু এভিডেন্স পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুততার সঙ্গে এ কাজ হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘ভিডিও ফুটেজে কিছু কিছু চেনা মুখের ছবি এসেছে এবং সেটা ভালোভাবে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে ফেসবুকের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এ বিষয়টি একটা সুরাহা করা হবে।’

নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন থানায় জিডি করেন বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) ওরফে শুভ নামের এক যুবক। তার অ্যাকাউন্টের মেসেঞ্জার থেকে ‘মহানবীকে নিয়ে অবমাননাকর বক্তব্য’ ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলেন। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বক্তব্য ছড়ানোর ঘটনায় প্রতিবাদ সভার ঘোষণা দেওয়া হয়; সেখান থেকে এ পরিস্থিতির সূত্রপাত। গত রবিবার একপর্যায়ে পুলিশের গুলিতে চারজন নিহত হন। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

নতুনসময়/আইকে