শাহ আমানতে ৬ কোটি টাকা মূল্যের ১৫ কেজি সোনা জব্দ
-2019-10-18-13-58-50.jpg)
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৫ কেজি ওজনের ১৩০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আটক করা হয়েছে ওই যাত্রীকে। তার নাম মো. জয়নাল। জব্দকৃত স্বর্নের মূল্য প্রায় ৬ কোটি টাকা।
শুক্রবার সকাল আটটার দিকে তাকে আটক করা হয়।
জানা গেছে, দুবাই থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে সকালে চট্টগ্রাম আসেন জয়নাল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার লাগেজে তল্লাশি করা হলে সেখানে ১৩০টি সোনার বার পায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। যেগুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে ছয় কোটি টাকা।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চার্জার লাইটের ব্যাটারির মধ্যে কৌশলে সোনার বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এগুলোর মোট ওজন ১৫ কেজি। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।