ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


দেওয়ানগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-৬


২৭ মে ২০১৯ ০৯:৪৯

নতুনসময় ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা এলাকায় চুকাইবাড়ী ইউনিয়নের টিনেরচর গ্রামের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ছয়জনকে  গ্রেফপ্তার করেছে থানা পুলিশ।

জানাযায়, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম এর নির্দেশে, এএস আই মাছুদ করিম রবিরার ২৬মে সকাল আনুমানিক ১১টা সময় সঙ্গয়ি ফোর্স নিয়ে টিনেরচর এলাকায় অভিযান চালিয়ে মৃত্যু রমজান আলীর ছেলে দুলাল মিয়াকে গ্রেফপ্তার করে।

গত দুই বছর আগে মাদক বিক্রির সময় হাতে নাতে ধরাপরে এক পর্যায় তার নামে একটি মাদক মামলা হয় মামলার হাজিরা না দেওয়ার কারনে বিজ্ঞ আদালত তাকে দুই বছর সাজাপ্রদান করিয়াছেন ,একই দিনে সাজাপ্রাপ্ত আসামি সহ মোট ছয় জন বিভিন্ন মামলার আসামি গ্রেফপ্তার করেন।

পরে আটককৃত আসামিদের জামালপুর জেলহাজতে প্রেরণ করেন।

নতুনসময়/আল-এম