ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


মামলাজট এভাবে চলতে পারে না: প্রধান বিচারপতি


২৮ এপ্রিল ২০১৯ ২৩:২১

মামলাজট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টে বর্তমানে এত মামলা যে ফাইল রাখার মত পর্যন্ত জায়গা নেই। এক কথায় ক্রিটিক্যাল অবস্থা, এভাবে চলতে পারে না।

আজ রবিবার আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে রবিবার একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

এর আগে শনিবার সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিফর্ম কমিটি ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন বাংলাদেশ (জিআইজেড) সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে ‘মামলাজট নিরসন ও বিচার প্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি, বিচার বিভাগের কাঠামোগত উন্নয়ন সংক্রান্ত’ বিষয়ে একটি নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মামলাজট নিয়ে বক্তব্য দেন।

বর্তমানে সুপ্রিম কোর্টে প্রায় সোয়া পাঁচ লাখ মামলা বিচারাধীন। ১৯৮২ সালে এই সংখ্যা ছিল প্রায় ২৫ হাজার।

 

নতুনসময়/আইকে