ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


পেছালো মোস্তফার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার রায়


২১ আগস্ট ২০২৫ ২২:০৯

প্রতিকি

যুবদল নেতা গোলাম মোস্তফা আদরের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলার রায় পিছিয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ ৭ আদালতের বিচারক রায়টি পিছিয়ে ২৪ ও ২৫ আগষ্ট ধার্য করেছে। আজ বুধবার এই মামলার রায় ঘোষণার তারিখ ছিল।

জানা যায়, ২০২০ সালে গোলাম মোস্তফা আদর কে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ষড়যন্ত্রমূলক রাজনৈতিক প্রতিহিংসায় গভীর ষড়যন্ত্র করে,অস্ত্র, হত্যা, বিস্ফোরক, দুদক, ও মানিলন্ডারিং সহ পাঁচটি মামলায় গ্রেফতার করায় এবং তৎকালীন ডিবি ডিসি মশিউর রহমান রিমান্ডে শারীরিক নির্যাতন করে। পরবর্তীতে ৮ মাস পর জামিনে মুক্তি পেলেও সবগুলি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট হয়।

গত ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলায় খালাস পান। দুদক ও মানিলন্ডারিং মামলাটি এখন রায়ের অপেক্ষায় আগামী ২৪ ও ২৫ আগস্ট রায়ের দিন ধার্য করা হয়েছে ।

মামলার রায়ের সময় রাষ্ট্র পক্ষ সময়ের আবেদনের প্রেক্ষিতে নতুন তারিখ ধার্য করেন বিচারক ।

গোলাম মোস্তফা আদরের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মেহেদী হাসান।
আদালতে মোস্তফা কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারক বলেন, যে ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছি। জীবনের অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছে। ৩ মামলায় খালাস পেয়েছি। এই মামলা থেকে অব্যহতি দানের প্রার্থনা করছি। গোলাম মোস্তফা আদর যুবদলের আলোচিত নেতা ও একজন বাবসায়ী।