ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ছাত্রলীগের ২২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


২৭ অক্টোবর ২০২৪ ২০:৫২

ফাইল ফটো

রাজধানীর শাহবাগ থানায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

রোববার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।

 

মামলায় ২২০ জনের নাম উল্লেখ করা হয়েছে বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে ২২ ছাত্রলীগ নেত্রী রয়েছেন।

 

মামলার বাদী আরমান হোসেন জানান, এর আগে ২৫ অক্টোবর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়েছিল। ঐ মামলায় সবার নাম না আসায় যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এ মামলাটি করা হলো।

 

তিনি আরো বলেন, আজকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ জন ছাত্রলীগ নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে, যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বাধা দিয়েছেন।

 

এর আগে গত ২৩ অক্টোবর (বুধবার) সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এদিন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এসবের প্রমাণ দেশের সব গণমাধ্যমে প্রকাশিত। কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। 

 

এতে বলা হয়, ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ ছাত্র-ছাত্রী ও জনগণের ওপর আক্রমণ করে শতশত নিরাপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক, উস্কানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সরকারের কাছে এসবের যথেষ্ট প্রমাণ রয়েছে। তাই সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল।

 

প্রজ্ঞাপনে আরো বলা হয়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ধারা ১৮ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ আইনের তফসিল-২-এ বাংলাদেশ ছাত্রলীগ নামের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করা হলো।