ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


মানবতাবিরোধী অপরাধ : যশোরের ৪ জনের মৃত্যুদণ্ড


২৫ জুন ২০২৩ ১৯:৩৮

মানবতাবিরোধী অপরাধের দায়ে যশোরের আমজাদ হোসেন মোল্লাসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন: পলাতক মো. ওহাব মোল্লা, মো. মাহতাব বিশ্বাস ও মো. ফসিয়ার রহমান মোল্লা। মামলার অপর আসামি নওশের বিশ্বাস মারা গেছেন।

এর আগে, গত ১১ মে আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে গত ২১ জুন রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা ১৯৭১ সালে আটক, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগই প্রমাণিত হয়েছে।