ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


গরু আমদানির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট


২০ জুন ২০২৩ ২৩:০১

ঈদুল আজহা সামনে রেখে দেশে গরু আমদানির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটকারী আইনজীবী বলেন, বাজারে গরুর মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর দায়িত্ব প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে বাজারমূল্য সহনীয় রাখা। কিন্তু তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

রিটে তিনি গরু এবং গরুর মাংস আমদানির জন্য হাইকোর্টের প্রয়োজনীয় নির্দেশনা চান। এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও টিসিবির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।