ঢাকা বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


নাশকতার দুই মামলায় হাজিরা দিলেন ফখরুলসহ বিএনপির ৫ নেতা


৮ ডিসেম্বর ২০২২ ২২:০৬

সংগৃহিত

নাশকতার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া ২ মামলায় হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৫ নেতা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর আদালতে তারা হাজিরা দেন।

মামলার অন্য আসামিরা হলেন—দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

এদিন সকাল ৮টার দিকে মির্জা ফখরুল আদালত প্রাঙ্গণে উপস্থিত হন এবং আইনজীবীর কক্ষে অপেক্ষা করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।

২০১৯ সালের ডিসেম্বরে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়।