দীর্ঘদিন ধরে মস্কোর নজরে ইউক্রেনের দোনেৎস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনেৎস্ক অঞ্চল দীর্ঘদিন ধরেই মস্কোর নজরে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন যুদ্ধ থামানোর শর্ত হিসেবে পুরো দোনেৎস্ক নিয়ন্ত্রণে চাচ্ছেন।
রাশিয়া ইতোমধ্যেই ডোনেৎস্কের প্রায় ৭০% এবং পাশাপাশি লুহানস্ক প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে — এবং ধীরে ধীরে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে।
রুশ হামলার জেরে দোনেৎস্কের রাস্তাগুলো প্রায় ফাঁকা। যেসব মানুষ রয়েছেন, তারা কেবল খাবার বা প্রয়োজনীয় জিনিস আনতেই ঘর থেকে বের হচ্ছেন।
শহরটি ইতিমধ্যেই প্রায় পরিত্যক্ত এবং এক সপ্তাহ ধরে পানি নেই। এছাড়াও প্রতিটি ভবন ক্ষতিগ্রস্ত— কিছু পুরোপুরি ধ্বংস।
এক সপ্তাহ আগেই, রুশ সেনাদের ছোট ছোট দল শহরের আশপাশের প্রতিরক্ষা ভেদ করে ঢুকে পড়ে।
তবে, ইউক্রেনের কর্তৃপক্ষ জানায় যে পরিস্থিতি এখন স্থিতিশীল। তবে ডোব্রোপিলিয়ার বেশিরভাগ বাসিন্দাই মনে করছেন, এখন চলে যাওয়ার সময়।