ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


তুরস্কে রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫


১ জুলাই ২০২৪ ১৪:২১

ছবি: সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি রেস্তোরাঁয় প্রোপেন ট্যাঙ্ক (গ্যাস) বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬৩ জন। সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস। 

 

রোববার (৩০ জুন) পশ্চিম তুরস্কের শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় প্রোপেন ট্যাঙ্ক (গ্যাস) বিস্ফোরিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে রাস্তাটি ধ্বংস্তূপে পরিণত হয়েছে। আশপাশে থাকা বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ী হতে পারে এমন একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি শনিবার গ্যাসের ট্যাংক বদল করে নতুন লাগিয়েছিল।

 

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ইজমিরে ভয়াবহ বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন আমি তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।