ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


মোজাম্বিকে ফেরিডুবিতে প্রাণহানি বেড়ে ১০০


৯ এপ্রিল ২০২৪ ১০:৫০

সংগৃহিত

আফ্রিকার মোজাম্বিকে ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, নিখোঁজ রয়েছেন ২০ জন। কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে অন্য কোথাও পালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়

প্রতিবেদনে বলা হয়েছে, মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরিডুবির ঘটনায় ১০০ জনেরও বেশি লোক মারা গেছেন বলে দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি সোমবার জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় প্রায় ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

জানা যায়, ১৩০ জন যাত্রী বহনকারী এই নৌযানটি আসলে একটি ওভারলোডেড ফিশিং বোট ছিল এবং এতে যাত্রী পরিবহনের লাইসেন্স ছিল না।

রোববার (৭ এপ্রিল) এই ফেরিটি নামপুলা প্রদেশের লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপের দিকে যাচ্ছিল। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, জোয়ারের ঢেউয়ে আঘাতপ্রাপ্ত হয়ে এটি ডুবে গেছে।