ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


১৮৮ আরোহী নিয়ে সমুদ্রে বিমান বিধ্বস্ত


২৯ অক্টোবর ২০১৮ ১৬:০৪

ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের পর লায়ন এয়ারে নামে একটি বিমান ১৮৮ আরোহী নিয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, উড্ডয়নের কিছুক্ষণের পর থেকেই প্লেনটির খোঁজ পাওয়া যাচ্ছিল না।

স্থানীয় সময় আজ সোমবার সকাল সাড়ে ৬টায় জাকার্তা থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। এর ঠিক ১৩ মিনিটের মাথায় বোয়িংটি সুমাত্রা দ্বীপের কাছে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি।

জেটি-৬১০ ফ্লাইটটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে যাচ্ছিলো। প্লেনটি স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে পাংকল পিনংয়ের উদ্দেশে যাত্রা করে। এক ঘণ্টা পরই প্লেনটির সেখানে অবতরণের কথা ছিল।

প্লেনটিতে কতজন যাত্রী ছিলেন সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ জানিয়েছেন, এটি নিশ্চিত যে প্লেনটি বিধ্বস্ত হয়েছে।

লায়ন এয়ারের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্লাইটটিতে ঠিক কি ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

এসএমএন