ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


এবার ২ হাজার রুপির নোট বাতিল করছে ভারত


২০ মে ২০২৩ ০৪:৩৫

এবার ২ হাজার রুপির নোট বাতিল করলো ভারত। অবিলম্বে এ নোট ব্যবহার বন্ধ করতে দেশটির ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। এ ছাড়া ২ হাজার রুপির নোট থাকলে, জনসাধারণকে তা আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নোট বাতিলের নতুন নির্দেশনার কথা জানানো হয়।

এর আগে ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ১ হাজার ও ৫০০ রুপির ব্যাংক নোট বাতিল করে নতুন ২ হাজারের ব্যাংক নোট চালু করে। তবে ৭ বছরের মাথায় এবার ২ হাজার রুপির নোট তুলে নিচ্ছে ভারত সরকার। এটি ভারতের সর্বোচ্চ মূল্যমানের মুদ্রা।

বর্তমানে ভারতে যে পরিমাণ ২ হাজার রুপির নোট রয়েছে, তার ৮৯ শতাংশই ছাড়া হয়েছে ২০১৭ সালের মার্চ মাসের আগে। দেশটির বাজারে কমছে ২ হাজার রুপির লেনদেন। ২ হাজার টাকার নোটের ব্যবহার ধীরে ধীরে কমেছে বলে দাবি করছে আরবিআই।