ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


খাশোগি হত্যা : সৌদির কাছে কৈফিয়ত চেয়েছে জার্মানি


২১ অক্টোবর ২০১৮ ১৮:৩৭

খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি আরব শুক্রবার যে ব্যাখ্যা দিয়েছে তাকে ‘অপর্যাপ্ত’ বলে আখ্যায়িত করেছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। একইসাথে এ বিষয়ে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে বার্লিন।

শনিবার (২১ অক্টোবর) জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

তারা বলেছেন, আমরা কঠোর ভাষায় এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

জার্মান চ্যান্সেলরের বিবৃতিতে বলা হয়, আমরা খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে সুস্পষ্ট তথ্য প্রকাশ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানাচ্ছি। রিয়াদ এখন পর্যন্ত যেসব তথ্য দিয়েছে যা পর্যাপ্ত নয়। সূত্র: ডয়েচে ভেলে

এসএমএন