ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন, নিহত ৬


২০ অক্টোবর ২০১৮ ০৪:৫৩

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা শিবিরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ রোহিঙ্গা মুসলিম আগুনে পুড়ে নিহত হয়েছেন। খবর এএফপির।

শুক্রবার (১৯ অক্টোবর) মধ্যরাতে ভোরে এই রোহিঙ্গা শিবিরে আগুন লাগে। যা প্রায় ভোররাত পর্যন্ত অব্যাহত থাকে।

স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, অনডু চ্যা আশ্রয়শিবিরে প্রায় ৪ হাজার রোহিঙ্গা বসবাস করছে। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মধ্যরাতে লাগা এ আগুনে পুড়ে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মৃতের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি ঘর পুড়ে গেছে।

এমএ