ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


মুম্বাইয়ে হাই অ্যালার্ট জারি


৪ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৯

ভারতের মুম্বাইয়ে ফের জঙ্গি হামলার হুমকি পাওয়ায় মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি এক ব্যক্তি নিজেকে তালেবান ঘনিষ্ঠ পরিচয় দিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ'র কাছে ইমেইল করে হামলার হুমকি দেয়।

পুলিশ জানায়, ইমেইল প্রেরকের আইপি ঠিকানা খতিয়ে দেখছে সাইবার সেল। তবে, ধারণা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ ইচ্ছাকৃতভাবে এই মেইল পাঠিয়েছে।

এর আগেও বেশ কয়েকবার মুম্বাইয়ে বোমা হামলার হুমকি এসেছিল।

প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, জি নিউজ

আইকে