ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


দুবাইর আকাশে দেখা যাচ্ছে ‘ড্রোন-নৃত্য’


১৮ ডিসেম্বর ২০২২ ০৯:২৯

দুবাই শপিং ফেস্টিভাল উপলক্ষ্যে আয়োজিত উৎসব রাঙাতেই দর্শকদের জন্য ব্যবস্থা করা হয়েছে ড্রোন-নৃত্যের। দুবাইর আকাশে দুই জায়গা থেকে উপভোগ করা যাচ্ছে ড্রোনের এই কারুকাজ।

ডিসেম্বরের ১৫ তারিখ শুরু হওয়া এই ড্রোন নৃত্য চলবে আগামী জানুয়ারি মাসের ২৩ তারিখ পর্যন্ত।

ব্লুওয়াটার ও দ্য বিচ থেকে সরাসরি উপভোগ করা যাচ্ছে এই ড্রোনের প্রদর্শনী।

প্রায় দেড়মাস ধরে চলা দুবাই শপিং ফেস্টিভালে ইংরেজি নববর্ষ উদযাপনে থাকছে বিশেষ আয়োজন। থাকছে লাইভ কনসার্ট, যেখানে বিশ্ববরেণ্য সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন।

সূত্র: খালিজ টাইমস

আইকে