ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১০


২৬ নভেম্বর ২০২২ ০২:২৮

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেল ১০ জনের। এ ঘটনায় আহত হন আরো ৯ জন।

বৃহস্পতিবার রাতে আঞ্চলিক রাজধানী উরুমকিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যেখানে সন্ধ্যার পর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। আগুন নেভাতে সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা।

স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানও হয়, আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে মনে করা হচ্ছে এবং আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মধ্য চীনের একটি শিল্প বাণিজ্য কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডে ৩৮ জন মারা যাওয়ার কয়েক দিন পরই এ দুর্ঘটনা ঘটল। আনিয়াং শহরে ওই আগুন লাগার ঘটনায় চারজনকে আটক করা হয়।

নতুনসময়/আইকে