ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনা সমাবেশ


২৮ জুন ২০২০ ১৮:৪১

গালওয়ানের লাদাখে ২৩ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় ভারত কোনো প্রতিশোধ নিতে না পারায় কাশ্মীরে সেই ক্ষোভ ছাড়তে পারে বলে শঙ্কা পাকিস্তানের। এর মধ্যেই নিয়ন্ত্রণরেখায় সেনা সমাবেশ করছে পাকিস্তান। রোববার (২৮ জুন) এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। খবরে বলা হয়েছে, পাকিস্তান কোনো অভিযানে নামলে উপযুক্ত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছে ভারতীয় সেনা।

ভারতের ১৫ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি রাজু বলেছেন, ‘লাদাখ পরিস্থিতির কোনো প্রভাব এখনও কাশ্মীরে পড়েনি। ১৪ নম্বর কোর সেখানকার পরিস্থিতি সামলাচ্ছে। অতিরিক্ত বাহিনী কাশ্মীর হয়ে লাদাখ গেছে। কারণ সেটাই লাদাখ যাওয়ার স্বাভাবিক পথ। তবে পাকিস্তানও সেনা সমাবেশ করছে।’ তিনি বলেন, ‘পাকিস্তান সম্প্রতি জানিয়েছিল তারা ভারতের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করছে। হয়তো তারা নিজেদের সুরক্ষার জন্যই সেনা সমাবেশ করেছে। তবে আমরাও সতর্ক আছি।’