ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


করোনা মোকাবিলায় নেতৃত্ব দিয়ে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা


২০ মে ২০২০ ১৬:৫৮

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসিস বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় নেতৃত্ব দিয়ে যাবে সংস্থাটি। মঙ্গলবার সংস্থার বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

আধানম বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার যে সুতাটিকে ছিন্ন করার হুমকি’ করোনাভাইরাস দিচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেসব সদস্য রাষ্ট্র সংস্থাটির প্রতি তাদের সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান তিনি।

মঙ্গলবার সম্মেলনের প্রথম দিনে করোনা পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা সাড়ার মূল্যায়ণ করতে একটি প্রস্তাব দেয় ইউরোপীয় ইউনিয়ন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান একে স্বাগত জানিয়ে বলেন,‘আমরা যে কারো দায়বদ্ধতা চাই। আমরা বৈশ্বিক প্রতিক্রিয়ার সমন্বয় করতে কৌশলগত নেতৃত্ব অব্যাহত রাখব।’

এর আগে সংস্থাটিতে মার্কিন তহবিল স্থায়ীভাবে বন্ধ ও সদস্যপদ থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি আধানম।