ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


খোলা স্থানে জীবাণুনাশক ছিটালে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


১৭ মে ২০২০ ১৮:০৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, খোলা জায়গায় জীবাণুনাশক ছিটালে করোনা ভাইরাস দূর হয় না বরং এতে আরো স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। শনিবার (১৬ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ সতর্ক বার্তা দেয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, খোলা জায়গা যেমন রাস্তা অথবা মার্কেটের মতো জায়গায় জীবাণুনাশক ছিটিয়ে করোনা দূর করার পরামর্শ দেয়া যাচ্ছে না। কারণ ধূলাবালিতে জীবাণুনাশক কাজ করে না।

খোলা স্থানে জীবাণুনাশক ছিটানো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আরো বলা হয়, আক্রান্ত ব্যক্তির ড্রপলেট অথবা সংস্পর্শ থেকে করোনার সংক্রমণ জীবাণুনাশক ঠেকাতে পারে না। এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো পৃথিবী। বিশ্বের সকল দেশে চলছে হাহাকার। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের ক্ষমতাসীন রাষ্ট্রগুলোও। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে ৪৭ লাখ ২০ হাজার ১৯৬ জন। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ২২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ১১ হাজার ৬৭৪ জন মানুষ। এছাড়াও গুরুতর অসুস্থ ৪৪ হাজার ৮২৭ জন।