ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


রাশিয়ায় ভেন্টিলেটরে আগুন লেগে ৫ করোনা রোগী নিহত


১২ মে ২০২০ ২০:৫৯

রাশিয়ায় ভেন্টিলেটরে আগুন লেগে কোভিড নাইন্টিনে আক্রান্ত ৫ রোগী মারা গেছেন। মঙ্গলবার দেশটির সেন্ট পিটাসবার্গ শহরের একটি হাসপাতালে এ দূর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে এ খবর নিশ্চিত করেছে। তবে হতাহতের সংখ্যা তারা প্রকাশ করেনি।

আইসিইউতে ৫ রোগী মারা যাওয়ার বিষয়ে সেখানে কর্মরত একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, ভেন্টিলেটরগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ছিল। ফলে এটিতে আগুন ধরে যায় ও রোগীরা প্রাণ হারান। রাশিয়া জানিয়েছে, তাৎক্ষনিকভাবে হাসপাতাল থেকে ১৫০ রোগীকে সরিয়ে নেয়া হয়েছে।

বাকিরা সবাই নিরাপদ রয়েছেন।
উল্লেখ্য, কোভিড নাইন্টিন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করেছে রাশিয়ায়। গতকাল একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে দেশটিতে। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার জনে। স্পেন ও যুক্তরাষ্ট্রেই এর থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত।