ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টা!


১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৩

এক রহস্যজনক ঘটনা ঘটে গেল। রজার হেজপেথ নামে ৩৫ বছর বয়সী এক তরুণ হোয়াইট হাউসের সামনে দায়িত্বপালনরত মার্কিন গোয়েন্দা পুলিশের এক সদস্যকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেছেন। তিনি প্রবেশের সময় বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য আমি এখানে এসেছি।’ গোয়েন্দা পুলিশ ওই তরুণকে গ্রেফতার করে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে যায়। পুলিশ বলছে, গ্রেফতার তরুণ হয়তো বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। এছাড়া একইসঙ্গে তিনি একজন মানসিক রোগী। ফ্লোরিডার ওই তরুণকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মানসিক অবস্থা মূল্যায়ন করা হবে।

হেজপেথ নামের ওই তরুণ পুলিশ কর্মকর্তাকে বলেন, তিনি ছুড়ি দিয়ে আঘাত করার মাধ্যমে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছেন। তারপর পুলিশ সদস্যরা ওই তরুণকে গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ছুড়ি জব্দ করে। তবে এতে নিরাপত্তা পরিস্থিতির কোনো অবনতি হয়নি বলে দাবি করেন ঊর্ধ্বতন এক কর্মকর্তা।