ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


'আগুন লাগাইলো' শাকিব-বুবলী (ভিডিও)


৪ জুন ২০১৯ ০০:২৩

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান-বুবলীর 'পাসওয়ার্ড' ছবির নতুন গান 'আগুন লাগাইলো' আজ সোমবার দুপুরে প্রকাশ করা হয়েছে। গানটি গেয়েছেন কোনাল ও লিংকন। গানে কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।

এর আগে 'পাসওয়ার্ড' ছবির 'পাগল মন' ও 'ঈদ মোবারক' শিরোনামে দুইটি গান প্রকাশ করা হয়। এরইমধ্যে গান দুটি বেশ প্রশংসিত হয়েছে। ছবিটির ট্রেলারও নজর কেড়েছে।

এসকে ফিল্মস প্রযোজিত 'পাসওয়ার্ড' ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। ছবির ট্রেলারটিও বেশ নজর কেড়েছে ভক্তদের। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, ডন, ইমনসহ অনেকে।

নতুনসময়/এনএইচ