ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


বিয়ের বছরে ক্যারিয়ারে সর্বোচ্চ আয় দীপিকার


৭ ডিসেম্বর ২০১৮ ০০:১৫

ছবি সংগৃহিত

বলিউডের সুপারস্টার অভিনেত্রী দীপিকা পাডুকোন বিয়ের বছরই নতুন নজির গড়লেন ।

এ বছর ফোর্বসের নতুন তালিকায় ভারতের পাঁচ ধনীদের মধ্যে চার নম্বরে জায়গা করে নিয়েছেন দীপিকা।

ভারতীয় এক গনমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে তার‘পদ্মাবতী’ছবি বক্সঅফিসে সফল ব্যবসা করে।

এ ছাড়াও দীপিকা বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন ।

এসব মিলিয়েই এ বছর দীপিকার বার্ষিক আয় ১১২ দশমিক ৮ কোটি টাকা।

ফোর্বসের তালিকা অনুযায়ী, ২৫৩ দশমিক ২৫ কোটি টাকা আয় করে এক নম্বরে রয়েছেন বলিউড‘সুলতান’খ্যাত সালমান খান।

এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।আর তৃতীয় স্থানে খেলাড়ি খ্যাত অক্ষয় কুমার এবং পঞ্চম স্থানে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।

এ বছর বার্ষিক আয়ের নিরিখে প্রিয়াঙ্কা, ঐশ্বরিয়াকে পেছনে রেখে শীর্ষস্থানে রয়েছেন দীপিকাই।

অন্যদিকে তার স্বামী রণবীর সিং ৮৪ দশমিক ৬৭ কোটি টাকা আয় করে আট নম্বরে জায়গা করে নিয়েছেন।