ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


জনপ্রিয় অভিনেতা রাজপালের তিন মাসের কারাদণ্ড


২ ডিসেম্বর ২০১৮ ০২:২১

ছবি সংগৃহিত

ভারতের একটি আদালত ঋণের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।গতকাল ৩০ নভেম্বর দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব সাহাই এডলা এ রায় দেন।

পুলিশি হেফজতে নেয়ার পর এই বলিউড অভিনেতাকে তিহার জেলে রাখা হবে বলে জানা গেছে।

মামলার বিবরনে জানা যায়,চলচ্চিত্র নির্মাণের কথা বলে মুরলি প্রোজেক্ট নামের সংস্থা থেকে ২০১০ সালে পাঁচ কোটি টাকা ঋণ নেন অভিনেতা রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা। শর্ত ছিল, ২০১১ সালের ৩০ জুনের মধ্যে আট কোটি টাকা ফেরত দেবেন তারা।

কিন্তু সময়মত তারা ওই টাকা ফেরত দেননি বলে অভিযোগ তোলে সংস্থাটি।
পরে সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়।

সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার এ রায় দেন উচ্চ আদালত।

এমএল