ব্যাটম্যান মুভির ‘ব্যাটমোবিল’ কিনেছেন নেইমার, তবে রাস্তায় বের করতে পারবেন না এই গাড়ি

কমিকসের প্রতি ভালোবাসার জন্য পরিচিত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এবার নিজের জন্য কিনে ফেলেছেন ব্যাটম্যানের টাম্বলার রেপ্লিকা! ক্রিশ্চিয়ান বেল অভিনীত ব্যাটম্যান ট্রিলজিতে ব্যবহৃত এই গাড়িটি দেখতে যেমন চোখ ধাঁধানো, তেমনই এর ভি-৮ ইঞ্জিন ৫০০ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করে। তবে সমস্যা হলো, আইনত এটিকে পাবলিক রোডে চালানো যাবে না! কারণ—পাবলিক রোডে চালানোর অনুমতি নেই এই গাড়ির।
এই ব্যাটমোবিল যুক্ত হয়েছে নেইমারের বিলাসবহুল গাড়ির বিশাল কালেকশনে। এর আগে, তিনি অডি আর-৮ স্পাইডার ভি-১০, ফেরারি পিউরোস্যাঙ্গে, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স এবং ল্যাম্বোরগিনি হুরাকান-এর মতো গাড়ি চালিয়েছেন।
সৌদি প্রো লিগে থাকাকালীন তিনি বেশ কিছু কাস্টমাইজড গাড়ির অর্ডারও দিয়েছিলেন। তবে এবার ব্যাটমোবিল কেনার মাধ্যমে তিনি ভক্তদের চমকে দিয়েছেন।