ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


মাগুরায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু


১৫ নভেম্বর ২০১৮ ২৩:২১

মাগুরায় বৃহস্পতিবার (১৫ নভেম্বর) থেকে ৪ দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থগার চত্বরে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলে অতিরিক্ত কর কমিশনার খালেদ শরিফ আরেফিনর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা পৌর সভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সর্বোচ্চ করদাতা মকবুল হাসান মাকুল।

১৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১০টি স্টলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর বিষয়ক বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়া হবে।

এমএ