ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ফোর্বসের বিলিয়নেয়ারদের তালিকায় বাংলাদেশি আজিজ খান


৪ এপ্রিল ২০২৪ ১২:২১

ফাইল ছবি

চলতি বছরের বিশ্ব বিলিয়নেয়ারদের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। বিশ্বের ৭৮টি দেশের ২ হাজার ৭৮১ জন স্থান পেয়েছে তালিকায়। তবে এই তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী আজিজ খানের সম্পদের পরিমাণ, ১১০ কোটি মার্কিন ডলা যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার ১০০ কোটি টাকা। জ্বালানি, বন্দর, ফাইবার অপটিকস ও রিয়েল এস্টেটের নানা ব্যবসা রয়েছে সামিট গ্রুপের।

আজিজ খানের ব্যবসা সিঙ্গাপুরে। দেশটির শীর্ষ ৫০ ধনীর তালিকায় রয়েছে তার নাম।

ফোর্বসের এই তালিকায় ১ বিলিয়ন ডলার থেকে শুরু করে ২৩৩ বিলিয়ন ডলারের মালিকের নাম রয়েছে। শীর্ষে আছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তবে তালিকায় সবচেয়ে বেশি বিলিয়নেয়ার রয়েছে যুক্তরাষ্ট্র থেকে, ৮১৩ জন।

প্রতিবেদন অনুযায়ী আরেক ধনকুবের ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯৫ বিলিয়ন ডলার। তালিকায় হংকংসহ চীনের মোট বিলিয়নেয়ার রয়েছে ৪৭৩ জন। ভারতের বিলিয়নেয়ার ২০০ জন ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের রয়েছে মোট ১ হাজার জন।