ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


রবি থেকে বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা ব্যাংক


২৩ জুন ২০২৩ ০৩:৫৪

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সি‌টি করপোরেশনের কিছু এলাকা চারদিন রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে ‌জারি করা একটি সার্কুলারে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে অধিক সংখ্যক ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। এ অবস্থায় ঢাকার দুই সি‌টি ও চট্টগ্রাম সি‌টি করপোরেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপশাখা আগামী ২৫ ও ২৬ জুন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কর‌তে হবে।

এ ছাড়া ২৭ ও ২৮ জুন কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংকের শাখা ও উপশাখা ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কর‌তে হবে।

সার্কুলারে আরও বলা হয়, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শাখা, উপশাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি-মোতাবেক ভাতা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।