ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২

রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ


৭ মে ২০১৯ ০৩:৫৫

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ধর্ষক চা দোকানদার হাছান মিয়াকে (৫০) আটক করা হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে হাছানের বাসায় ঘটনাটি ঘটে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটির বাবা জানান, তারা মোহাম্মদপুর বুদ্ধিজীবি কবরস্থান এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। নিজে রিকশা চালান এবং শিশুটির মা একটি স্কুলের আয়ার কাজ করে। দুপুরে কেউ বাসায় না থাকায় শিশুটি হাছানের বাসার পাশে তার মেয়ের সঙ্গে খেলছিলো।

এ সময় লম্পট হাছান শিশুটিকে কৌশলে তার নিজের ঘরে নিয়ে যায়। পরে সেখানে শিশুটি ধর্ষণ করে।

তার চিৎকারে এক প্রতিবেশী ঘটনাটি দেখে ফেলে এবং হাছানকে ধরে ফেলে। পরে শিশুটির বাবা-মা বাসায় ফিরে শিশুটির মুখ থেকে সব কিছু শুনে থানায় অভিযোগ দায়ের করেন।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার (এএসআই) এনামুল হক জানান, শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের থেকে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্সিতে হাছান মিয়াকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

নতুনসময়/আইকে