ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

সাবেক এমপি আসাদুজ্জামান বারিধারা থেকে গ্রেপ্তার


৬ অক্টোবর ২০২৪ ১৮:৫৭

ফাইল ফটো

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তারর করেছে র‍্যাব। রোববার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

  

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন এই সংসদ সদস্য। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের ২ মেয়াদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেও বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

 

র‌্যাব আরও জানায়, রাজশাহীতে করা তার বিরুদ্ধে মামলায় আসাদকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে। রাতের মধ্যেই তাকে রাজশাহীতে আনা হবে। এরপর পুলিশ তাকে নির্দিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাইবেন।