ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২

ধানক্ষেতে লাশ মিললো স্কুলছাত্রীর


১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫২

ফাইল ফটো

কবরে বইখাতা, ধানক্ষেতে স্কুলছাত্রীর লাশ রংপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এদিকে স্বজনরা জানান, ভোরে পাশের গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ছিল ওই শিক্ষার্থী। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ থেকে নির্যাতিতার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, নির্জন স্থানে গোঙানির শব্দ শুনে এগিয়ে যান তারা। এসময় একটি কবরের মধ্যে কয়েকটি বইখাতা পড়ে থাকতে দেখেন। পরে খোঁজাখুঁজি করে পাশের ধানক্ষেতের কাছে একটি মেয়ের লাশ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা বলে ধারণা করছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।