ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু


১৬ জুন ২০১৯ ০৪:৪৬

প্রতীকী ছবি

মাগুরায় বিদ্যুৎ চালিত ড্রিল মেশিন দিয়ে রড কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান আলী (২৮) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। নিহত হাসান আলী শ্রীপুর উপজেলার কুপড়িয়া গ্রামের আব্দুর রাশেদ শেখের পুত্র।

শনিবার মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসান আলীর প্রতিবেশী চাচা মোঃ মনির হোসেন জানিয়েছেন, শনিবার সকালে কালিনগর প্রাথমিক বিদ্যালয়ের কাছে মুকুল নামে একজনের বাড়িতে ভাড়াটে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিল হাসান। সকাল সাড়ে দশটার দিকে ড্রিল মেশিন দিয়ে রড কাটার সময় বিদ্যুৎপৃষ্ট হয় সে। তখন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনার পথে মৃত্যু হয় হাসানের।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন হাসান আলীর নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নতুনসময়/আইআর