ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১


১৫ জুন ২০১৯ ০১:৩৪

আশুলিয়ায় কাজ শেষে কারখানা থেকে বাসায় ফেরার পথে গাড়ির চাপায় এক বাইসাইকেল আরোহী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আনিস (৪০) গাইবান্ধা জেলার ফুলছড়ি এলাকায় তার গ্রামের বাড়ি বলে জানা গেছে। তবে ঘাতক গাড়ির পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, নিহত পোশাক শ্রমিক কারখানা ছুঁটি শেষে বাসার উদ্দেশে রওয়ানা দেয়। চক্রবর্তী এলাকায় আসলে দ্রুতগামী একটি পরিবহন তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এবিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ "নতুন সময়কে" বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।