ঢাকা বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৪ঠা পৌষ ১৪৩২


বিএসএমএমইউ থেকে বোমা উদ্ধার


৭ জুন ২০১৯ ০৪:৫৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রোল বোমাটি উদ্ধার করা হয়েছে।

শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান বলেন, পেট্রোল বোমা কীভাবে সেখানে গেল, তা তদন্ত করা হচ্ছে।

এই পেট্রোল বোমা উদ্ধারের পর জানা গেছে, দুদিন আগে রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে আগুনও ধরানো হয়েছিল।

 

নতুনসময়/এনএইচ