ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


এ যেন খুনের শহর, ১৬ দিনে ১৯ খুন!


১৮ মে ২০১৯ ০৩:০০

বগুড়া শহর যেন এখন খুনের শহরে পরিনত হয়েছে। চলতি মাসে গত ১৬ দিনে এ পর্যন্ত ১৭ টি খুনের ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ খুনের ঘটনা পরকীয়া, যৌতুক, পারিবারিক কলহ ইত্যাদির কারনে ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

তবে এসব খুনের বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সানাতন চক্রবর্তী জানান, এই হত্যাকান্ড গুলো পারিবারিক কলহ ও ব্যক্তিগত আক্রোস থেকে হয়েছে। অনেক হত্যাকান্ড ঘরের মধ্য হয়েছে। তাই পুলিশের পক্ষে সকল পরিবার বা ব্যক্তিকে নিরাপত্তা দেয়া সম্ভব নয়। তবে এই হত্যাকান্ডগুলোর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, অপরাধগুলো থেকে মুক্তি পেতে সমাজে মানুষের মানবিক মূল্যবোধ বাড়ানো উচিৎ।


নতুনসময়/এনএইচ