ঢাকা বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৪ঠা পৌষ ১৪৩২


রোহিঙ্গা ক্যাম্পে খাবার বিতরন


১৪ মে ২০১৯ ০১:১৫

কিং সালমান হিউম্যানটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের উদ্যোগে গত শনিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নম্বর ১ ও ২ তে খাবার প্যাকেট বিতরণ করা হয়। প্রতি ক্যাম্পে ১৫০০ করে মোট ৩০০০ হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। ২৫ কেজির প্যাকেটে রয়েছে চাল, ডাল, চিনি, খাবার তেল এবং লবন। উক্ত প্রকল্পের মোট খরচ ৩ মিলিয়ন সৌদি রিয়েল। যার দ্বারা ১ লক্ষ ২০ হাজার লোক উপকৃত হবে। সারা দেশে রমজান মাসে ৩০ হাজার খাবার প্যাকেট বিতরণ করা হবে। কিং সালমান হিউম্যানটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের এ কার্যক্রমে উপকারভোগীরা সন্তোষ্টি প্রকাশ করেছেন। ২০১৯ সালের মে মাস থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু হয়।