ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


স্ত্রীর সঙ্গে ছোট ভাইয়ের প্রেম, খুন হলেন বড় ভাই


১৪ মে ২০১৯ ০০:০৩

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পরকীয়ার জের ধরে স্ত্রী ও ছোট ভায়ের হাতে বড় ভাই জয়নুদ্দিন মালিতা (৬০) খুন হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নুদ্দিন মালিতা ওই গ্রামের মৃত ছবেদ মালিতার ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের স্ত্রী আবেদা খাতুনের সঙ্গে ছোট ভাই সইনুদ্দিন মালিতার পরকীয়ার সর্ম্পক চলে আসছিল। এই নিয়ে কয়েক বছর ধরে গ্রামে শালিস বৈঠক হয়। তাতে কোনও কাজ হয়নি।
রবিবার দিবাগত রাতে নিহত জয়নুদ্দিন মালিতা ঘরে স্ত্রীকে না পেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোর স্ত্রীকে ছোট ভাই সইনুদ্দিনের ঘরে দেখে তর্কবির্তকে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিজ স্ত্রী আবেদা খাতুন ও নিহতের ছোট ভাই জোটবদ্ধ হয়ে তাকে পিটাতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান জয়নুদ্দিন। খবর পেয়ে হরিনাকুন্ডু থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত তার স্ত্রীকে গ্রেফতার করে।

তবে মূল হোতা সইনুদ্দিন মালিতা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।


নতুনসময়/এনএইচ