মা দিবসে ছেলের হাতে খুন হলেন মা

মা দিবসে ঢাকার ধামরাই উপজেলায় নিজের ছেলের হাতে খুন হলেন ওজিবা খাতুন (৫০) নামের এক মা।
রবিবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে ধামরাইয়ের বাউখণ্ড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে রমজান আলীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি নিহত ওজিবা খাতুনের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রবিবার সন্ধ্যায় পারিবারিক কলহের কারণে মা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাথর দিয়ে মায়ের মাথায় দুই থেকে তিনবার আঘাত করে রমজান। এতে ঘটনাস্থলেই ওজিবা খাতুনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং রমজান আলীকে আটক করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে ছেলে রমজান আলী এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
নতুনসময়/এনএইচ