ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন মেয়র


১৩ মে ২০১৯ ০৬:১১

নাটোরের মেয়র উমা চৌধুরী জলি সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

রবিবার (১২ মে) বেলা সাড়ে এগারোটার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস মেয়রের গাড়িকে ধাক্কা দেয়। এতে মেয়রকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পান মেয়র।

পুলিশ জানায়, পৌর মেয়র উমা চৌধুরী জলি ডিসি অফিসের দিকে যাওয়ার সময় বগুড়া থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মেয়র’কে বহনকারী জিপকে ধাক্কা দেয়। এতে জিপের ক্ষতি হলেও মেয়র রক্ষা পান। তার কোন রকম আঘাত লাগেনি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক ও গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা প্রশাসকের অফিসের সামনে রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

মেয়র উমা চৌধুরী জলি রমজান মাসে যাত্রী হয়রানির কথা বিবেচনা করে নেতাকর্মীদের রাস্তা অবরোধ না করার আহ্বান জানালেও নেতাকর্মীরা রাস্তা আটকে দেয়।

পরে স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়।


নতুনসময়/এনএইচ