ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


তুচ্ছ ঘটনায় ২ ছাত্রলীগ নেতা আহত


১০ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৩

 ‍ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাগুরায় ছাত্রলীগের ২ নেতাকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষ। রোববার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও যুগ্ম সম্পাদক তিতাস উদ্দিন শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান কর ছিলেন পৌর সভার ছাত্রলীগ সভাপতি রথি মোল্যা।

কার্যালয়ে প্রবেশের সময় রথি মোল্লার গায়ে ধাক্কা লাগার অভিযোগে ওই ২ ছাত্রলীগ নেতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে রথির কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালান। এতে গিয়াস ও তিতাস মারাত্মক ভাবে জখম হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা বলেন, ছোট ছেলেদের মধ্যে সামান্য বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। এখানে দলীয় কোন্দলের কোন বিষয় নেই।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন বলেছেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাত রয়েছে। তবে তারা শঙ্কামুক্ত।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে অবগত হয়েছি। এবিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

এসএমএন